বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে পুলিশ আটক করেছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে তার গুলশানের বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। ক্যানসারে আক্রান্ত সাবেক এই মন্ত্রী বর্তমানে রাজনীতিতে নিস্ক্রিয় ছিলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। এসব মামলায় জামিনে থাকলেও তাকে আটক করে মিন্টোরোডের গোয়েন্দা দফতরে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবারের অভিযোগ করেছে। তবে গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে তার আটকের বিষয়টি সিকার করেনি। গুলশান বিভাগের উপ-কমিশনার শহিদুল্লাহ এ বিষয়ে বলেন, আটকের বিষয়টি আমার জানা নেই।
তবে ডিবি পুলিশের একটি সূত্র সাবেক মন্ত্রী দুলুর আটকের বিষয়টি নিশ্চিত করে জানায়, বুধবার (১৮ অক্টোবর) বিএনপি'র সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে ধরপাকড় শুরু হয়। তারই অংশ হিসাবে দুলুকে আটক করা হয়েছে।
দুলুর ব্যক্তিগত সহকারী রনি জানান, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। সব মামলায় তিনি জামিনে আছেন।
জানা গেছে, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ক্যান্সার আক্রান্ত। কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন। প্রতি সপ্তাহে তাকে কেমোথেরাপি দিতে হয়। এছাড়াও নিয়মিত অন্যান্য ওষুধও খেতে হয়। এ অবস্থায় তাকে আটকের ঘটনায় উদ্বিগ্ন তার পরিবার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ