জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার জানান, জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে তার শেওড়াপাড়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আটক করেছে কাফরুল থানা পুলিশ।
এদিকে, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে তার গুলশানের বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। ক্যানসারে আক্রান্ত সাবেক এই মন্ত্রী বর্তমানে রাজনীতিতে নিস্ক্রিয় ছিলেন।
অন্যদিকে, দলের নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার দিবাগত রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপির জনসমাবেশ নস্যাৎ করতে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তবে কোনো ষড়যন্ত্রেই কাজ হবে না। তিনি বলেন, সব ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বুধবার (১৮ অক্টোবর) এর জনসমাবেশ সফল হবে। এসময় গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান রিজভী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ