দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে মারা গেছেন ২৬ জন। আর মোট মৃত্যু হয়েছে ৫১৪ জনের।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭০ জন। এদের মধ্যে (সিটি কর্পোরেশন বাদে) ঢাকা বিভাগে ১৩৮ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৯৮, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৯৯, খুলনা বিভাগে ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, বরিশাল বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৫০ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ১ জন ও সিলেট বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ৯২ হাজার ১ জন। আর গত ২৪ ঘণ্টায় বাড়ি ফেরেন ৬২৭ জন।
বিডি প্রতিদিন/আরাফাত