পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী গত ৩ নভেম্বর থেকে এখন পর্যন্ত নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণ দমনে ১৮৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
এসব অভিযানে ৩৭৭টি প্রতিষ্ঠানের কাছ থেকে ২৩ লাখ ৭০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া, আনুমানিক ৪৬ হাজার ২৬২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। চারটি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়েছে।
এদিকে, আজ আরও একটি মোবাইল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ করা হয় আনুমানিক ১১ কেজি নিষিদ্ধ পলিথিন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ