সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বা বাদাবন। বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃত এই বাদাবন দেশিবিদেশি পর্যটক আকর্ষণের কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত হওয়ার যোগ্যতা রাখে। জীববৈচিত্র্যে ভরপুর এই বন দিনরাত ২৪ ঘণ্টায় ছয়বার রূপ বদলায়। যে বৈচিত্র্যের দেখা বিশ্বের আর কোনো বনাঞ্চলে মেলে না। বঙ্গোপসাগরের কোলঘেঁষা সুন্দরবনসংলগ্ন বিভিন্ন সমুদ্রসৈকতে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য। এ বনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্র, হারবাড়িয়া, শরণখোলা, আলিবান্দাস লোকালয় সন্নিহিত বনে সারা বছর পর্যটনের সুযোগ থাকলেও গোটা সুন্দরবনে ১ সেপ্টেম্বর থেকে একটানা ৯ মাস থাকে পর্যটন মৌসুম। নয়নাভিরাম এ বনের প্রাণপ্রকৃতির টানে প্রতি বছর দেশবিদেশের গড়ে দেড় লাখের বেশি পর্যটক ছুটে আসে সুন্দরবনে। এর মধ্যে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ এলাকায় আসে ৮০ ভাগ পর্যটক। গত দেড় দশকে রাজধানীসহ সারা দেশের সঙ্গে যোগাযোগব্যবস্থা সহজতর হওয়ায় বেড়ে চলছে পর্যটকের সংখ্যা। বন বিভাগের তথ্যানুযায়ী, অক্সিজেনের অফুরন্ত ভান্ডার সুন্দরবন বাংলাদেশের ফুসফুস হিসেবে ভূমিকা রাখছে। দেশের মোট সংরক্ষিত বনের ৫১ ভাগই এই ম্যানগ্রোভ বন। সুন্দরবনের রয়েছে ১৬৯ মিলিয়ন টন কার্বন শোষণের ক্ষমতা। এই বনের আয়তন প্রায় ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার। নয়নাভিরাম এই বনে সুন্দরীসহ ৩৩৪ প্রজাতির গাছপালা, ১৬৫ প্রজাতির শৈবাল ও ১৩ প্রজাতির অর্কিড রয়েছে। রয়েল বেঙ্গল টাইগার, চিত্রল ও মায়া হরিণ, কুমির, কিং কোবরা, ৩১৫ প্রজাতির পাখিসহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণীর বসবাস সুন্দরবনে। ম্যানগ্রোভ এ বনটির ৩১ দশমিক ১৫ ভাগ এলাকাজুড়ে ৪৫০টি ছোটবড় নদী ও খাল রয়েছে। বিশাল এ জলভাগে রয়েছে বিশ্ব থেকে হারিয়ে যাওয়া ইরাবতীসহ ছয় প্রজাতির ডলফিন। রয়েছে কুমির ও বিলুপ্তপ্রায় প্রজাতির বাটাগুর বাসকা কচ্ছপসহ ২১০ প্রজাতির মাছ। ইকোট্যুরিজমের অপার সম্ভাবনা হাতছানি দিচ্ছে সুন্দরবনকে কেন্দ্র করে। এ সম্ভাবনা কাজে লাগাতে পর্যটকদের থাকা ও নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে।
শিরোনাম
- বাংলাদেশি হামজার স্বপ্নভঙ্গ, প্রিমিয়ার লিগে ফিরল না শেফিল্ড
- শহীদ মিনারে হাসানের জানাজায় ছাত্রনেতারা
- ‘আলী’র বিশ্বজয়, বাংলাদেশি চলচ্চিত্র পেল কানে বিশেষ স্বীকৃতি
- মুস্তাফিজের দারুণ বোলিং, জয় দিয়ে আইপিএল শেষ করল দিল্লি
- আলোচিত আওয়ামী লীগ নেত্রী তুশি আটক
- মেডিকেল ছাত্রের আত্মহনন, সুইসাইড নোটে ‘বিশ্রাম চাই’
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির সাইটে সাইবার হামলা
- আমরা ড. ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছি : নাহিদ ইসলাম
- পয়ঃবর্জ্য খালে ফেললে লাল রঙে চিহ্নিত হবে বাড়ি
- চাঁদপুরের আওয়ামী লীগ নেতা শামীম ঢাকায় গ্রেফতার
- ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য পরিশোধে বাধ্য হবে শিল্পকারখানা : উপদেষ্টা রিজওয়ানা
- ঈদে ৫ দিন সব পত্রিকা বন্ধ চায় হকার্স কল্যাণ সমিতি
- কুড়িয়ে পাওয়া ৮ দিনের সেই শিশুর বাবা-মায়ের পরিচয় মিলেছে
- নির্বাচনের রোডম্যাপ চায় জামায়াত
- কবি নজরুলের জন্ম বার্ষিকী উপলক্ষে জাতীয় উৎসব কুমিল্লায়
- সংস্কারের নামে নির্বাচন ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই: নজরুল ইসলাম খান
- যন্ত্রপাতির অভাবে জলাবদ্ধতা নিরসন হচ্ছে না : মেয়র শাহাদাত
- উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার রোডম্যাপ চাইল বিএনপি
- ক্রেতা নেই আলামপুর পশু হাটে, খরচ ওঠানোর দুশ্চিন্তায় খামারিরা
- বাগেরহাটে ১৭ বছর পর পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
অনন্য সুন্দরবন
পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর