জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কলম বিরতি পালন করেছে ২৫ ক্যাডারের কর্মকর্তারা। কমিশন তাদের এই সুপারিশ বাতিল না করলে আগামী ২৭ ডিসেম্বর নিজ নিজ কর্মস্থলের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন বলেও ঘোষণা দেন তারা।
এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশন উপ-সচিব পদে ৫০ শতাংশ কোটা আর বাকি ২৫টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ মেধার ভিত্তিতে রাখার সুপারিশ করে। এর বিপরীতে অবস্থান আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের।
এদিকে, প্রশাসন এবং অন্য ক্যাডারের মধ্যে ৫০ শতাংশ কোটা রাখার বিপক্ষে অবস্থান প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদেরও। জনপ্রশাসন সংস্কার কমিশনের এই প্রস্তাবের প্রতিবাদে গেল রবিবার প্রতিক্রিয়া জানান প্রশাসনিক কর্মকর্তারা। জনপ্রশাসন সচিবের রুমের সামনে ক্ষোভ প্রকাশ করেছিলেন কয়েক'শ প্রশাসনিক কর্মকর্তা।
বিডি প্রতিদিন/আরাফাত