রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা-লুৎফর)।
মঙ্গলবার সংগঠনের এক অংশের সভাপতির বক্তব্যে জাগপা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ শোক বার্তায় বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুস্থ্যতা কামনা করেছেন। দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।
বিডি প্রতিদিন/আরাফাত