মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটের টিকিটে ছাড়ের অফার দিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর আই ট্রাভেলস লিমিটেড নামে এ প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়া প্রবাসীদের ওই এয়ারলাইন্সে প্রায় ৪০০ ডলার কম দামে টিকিট দেওয়ার ঘোষণা দেয়। ছাড়ের সুযোগে অন্তত দেড় হাজার অস্ট্রেলিয়া প্রবাসী টাকা দিয়ে টিকিট পাননি। এভাবে প্রতারণার মাধ্যমে প্রতিষ্ঠানটি হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। পরবর্তীতে প্রতিষ্ঠানটি ক্রেতাদের টাকাও ফেরত দেয়নি। প্রতারণার শিকার কয়েকজন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন। জানা গেছে, বাংলাদেশে আই ট্রাভেলসের এমডি খালেদ আবদুল্লাহ বিন হক সিডনিতে বসবাসরত শামিম হায়দার নামে এক ব্যক্তিকে তার প্রতিষ্ঠানের কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়ে টিকিটে অফারের বিষয়টি জানান। পরবর্তীতে তিনি টিকিট বুকিং দেওয়া শুরু করেন। কিন্তু ভ্রমণের আগ মুহূর্তে টিকিট দিতে ব্যর্থ হওয়ায় প্রবাসীরা শামিম হায়দারের ওপর চড়াও হন। প্রবাসীরা সিডনি পুলিশের কাছেও অভিযোগ করেন। পরবর্তীতে পুলিশি তদন্তে দেখা যায় টিকিট বুকিংয়ের সব অর্থ বাংলাদেশের আই ট্রাভেলসের এমডি খালেদ আবদুল্লাহ গ্রহণ করেছেন। মূলত তিনি শামিম হায়দারসহ টিকিট ক্রেতা প্রবাসীদের সঙ্গে প্রতারণা করেছেন। এ অবস্থায় খালেদ আবদুল্লাহ টিকিটের অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু ভুক্তভোগীরা এখন পর্যন্ত টিকিটের অর্থ ফেরত পাননি। শামিম হায়দার জানান, সম্প্রতি তিনি বাংলাদেশে আসেন। তিনি বলেন, এ বিষয় নিয়ে খালেদ আবদুল্লাহর সঙ্গে দেখা করেছি। কিন্তু তিনি অর্থ ফেরতের প্রতিশ্রুতি দিলেও তা না দিয়ে প্রতারণা করছেন। বর্তমানে প্রবাসীরা আমাকে টাকার জন্য চাপ দিচ্ছেন। পলবী থানার এসআই রোকনুজ্জামান জানান, আই ট্রাভেলসের এমডি খালেদ আবদুল্লাহ বিন হকের বিরুদ্ধে অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
বিমান টিকিটে ছাড়ের ঘোষণা দিয়ে কোটি টাকা আত্মসাৎ!
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর