মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটের টিকিটে ছাড়ের অফার দিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর আই ট্রাভেলস লিমিটেড নামে এ প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়া প্রবাসীদের ওই এয়ারলাইন্সে প্রায় ৪০০ ডলার কম দামে টিকিট দেওয়ার ঘোষণা দেয়। ছাড়ের সুযোগে অন্তত দেড় হাজার অস্ট্রেলিয়া প্রবাসী টাকা দিয়ে টিকিট পাননি। এভাবে প্রতারণার মাধ্যমে প্রতিষ্ঠানটি হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। পরবর্তীতে প্রতিষ্ঠানটি ক্রেতাদের টাকাও ফেরত দেয়নি। প্রতারণার শিকার কয়েকজন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন। জানা গেছে, বাংলাদেশে আই ট্রাভেলসের এমডি খালেদ আবদুল্লাহ বিন হক সিডনিতে বসবাসরত শামিম হায়দার নামে এক ব্যক্তিকে তার প্রতিষ্ঠানের কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়ে টিকিটে অফারের বিষয়টি জানান। পরবর্তীতে তিনি টিকিট বুকিং দেওয়া শুরু করেন। কিন্তু ভ্রমণের আগ মুহূর্তে টিকিট দিতে ব্যর্থ হওয়ায় প্রবাসীরা শামিম হায়দারের ওপর চড়াও হন। প্রবাসীরা সিডনি পুলিশের কাছেও অভিযোগ করেন। পরবর্তীতে পুলিশি তদন্তে দেখা যায় টিকিট বুকিংয়ের সব অর্থ বাংলাদেশের আই ট্রাভেলসের এমডি খালেদ আবদুল্লাহ গ্রহণ করেছেন। মূলত তিনি শামিম হায়দারসহ টিকিট ক্রেতা প্রবাসীদের সঙ্গে প্রতারণা করেছেন। এ অবস্থায় খালেদ আবদুল্লাহ টিকিটের অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু ভুক্তভোগীরা এখন পর্যন্ত টিকিটের অর্থ ফেরত পাননি। শামিম হায়দার জানান, সম্প্রতি তিনি বাংলাদেশে আসেন। তিনি বলেন, এ বিষয় নিয়ে খালেদ আবদুল্লাহর সঙ্গে দেখা করেছি। কিন্তু তিনি অর্থ ফেরতের প্রতিশ্রুতি দিলেও তা না দিয়ে প্রতারণা করছেন। বর্তমানে প্রবাসীরা আমাকে টাকার জন্য চাপ দিচ্ছেন। পলবী থানার এসআই রোকনুজ্জামান জানান, আই ট্রাভেলসের এমডি খালেদ আবদুল্লাহ বিন হকের বিরুদ্ধে অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।
শিরোনাম
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
বিমান টিকিটে ছাড়ের ঘোষণা দিয়ে কোটি টাকা আত্মসাৎ!
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর