মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটের টিকিটে ছাড়ের অফার দিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর আই ট্রাভেলস লিমিটেড নামে এ প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়া প্রবাসীদের ওই এয়ারলাইন্সে প্রায় ৪০০ ডলার কম দামে টিকিট দেওয়ার ঘোষণা দেয়। ছাড়ের সুযোগে অন্তত দেড় হাজার অস্ট্রেলিয়া প্রবাসী টাকা দিয়ে টিকিট পাননি। এভাবে প্রতারণার মাধ্যমে প্রতিষ্ঠানটি হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। পরবর্তীতে প্রতিষ্ঠানটি ক্রেতাদের টাকাও ফেরত দেয়নি। প্রতারণার শিকার কয়েকজন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন। জানা গেছে, বাংলাদেশে আই ট্রাভেলসের এমডি খালেদ আবদুল্লাহ বিন হক সিডনিতে বসবাসরত শামিম হায়দার নামে এক ব্যক্তিকে তার প্রতিষ্ঠানের কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়ে টিকিটে অফারের বিষয়টি জানান। পরবর্তীতে তিনি টিকিট বুকিং দেওয়া শুরু করেন। কিন্তু ভ্রমণের আগ মুহূর্তে টিকিট দিতে ব্যর্থ হওয়ায় প্রবাসীরা শামিম হায়দারের ওপর চড়াও হন। প্রবাসীরা সিডনি পুলিশের কাছেও অভিযোগ করেন। পরবর্তীতে পুলিশি তদন্তে দেখা যায় টিকিট বুকিংয়ের সব অর্থ বাংলাদেশের আই ট্রাভেলসের এমডি খালেদ আবদুল্লাহ গ্রহণ করেছেন। মূলত তিনি শামিম হায়দারসহ টিকিট ক্রেতা প্রবাসীদের সঙ্গে প্রতারণা করেছেন। এ অবস্থায় খালেদ আবদুল্লাহ টিকিটের অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু ভুক্তভোগীরা এখন পর্যন্ত টিকিটের অর্থ ফেরত পাননি। শামিম হায়দার জানান, সম্প্রতি তিনি বাংলাদেশে আসেন। তিনি বলেন, এ বিষয় নিয়ে খালেদ আবদুল্লাহর সঙ্গে দেখা করেছি। কিন্তু তিনি অর্থ ফেরতের প্রতিশ্রুতি দিলেও তা না দিয়ে প্রতারণা করছেন। বর্তমানে প্রবাসীরা আমাকে টাকার জন্য চাপ দিচ্ছেন। পলবী থানার এসআই রোকনুজ্জামান জানান, আই ট্রাভেলসের এমডি খালেদ আবদুল্লাহ বিন হকের বিরুদ্ধে অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।
শিরোনাম
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
বিমান টিকিটে ছাড়ের ঘোষণা দিয়ে কোটি টাকা আত্মসাৎ!
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর