মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চলে গেলেন পশ্চিমবঙ্গের সাবেক স্পিকার হালিম

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের জ্যেষ্ঠ বাম নেতা, পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক স্পিকার হাসিম আবদুল হালিম (৮০) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সকাল সোয়া ১০টার দিকে তিনি কলকাতার রয়েড স্ট্রিট নার্সিং হোমে ইন্তেকাল করেন। কিছু দিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ১৯৩৫ সালের ৫ জুন কলকাতায় জন্মগ্রহণ করেন হাসিম আবদুল হালিম। বাণিজ্য নিয়ে মাস্টার্স করেন তিনি পাশাপাশি আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসিস্ট)-এর সদস্যপদ লাভ করা পর ১৯৭৭ সালে প্রথম সিপিআইএম বিধায়ক নির্বাচিত হন।

সর্বশেষ খবর