মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ছাত্রলীগের সংঘর্ষের পর ডুয়েট বন্ধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের ঢাকা প্রকেৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) কুদরত-ই-খুদা হলে ছাত্র উঠানো নিয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র চঞ্চল কুমার ও ইইই বিভাগের একই বর্ষের ছাত্র মাসুদ রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ড. অধ্যাপক মো. কামরুজ্জামান জানান, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্রদের গতকাল সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছাত্রীদের মঙ্গলবার সকাল ৮টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া বিশ্ববিদ্যালয় অনির্দষ্টিকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রলীগের ডুয়েট শাখার সভাপতি মো. নাসির উদ্দিন জানান, ডুয়েটের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাতুল ও তার লোকজন দুই দিন আগে ছাত্রশিবিরের এক কর্মীকে কুদরত-ই-খুদা হলে উঠিয়ে দেয়। এ নিয়ে আমার কয়েক সহপাঠী গতকাল বিকালে ওই হলে গিয়ে কথা বলার একপর্যায়ে সাধারণ সম্পাদকের কর্মীরা তাদের ওপর হামলা চালান। এতে তাদের চার-পঁাচজন আহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর