সোমবার, ১৩ জুন, ২০১৬ ০০:০০ টা

দেশে অজানা আতঙ্ক বিরাজ করছে: পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, দেশে অজানা আতঙ্ক বিরাজ করছে। জঙ্গি দমনের নামে পরিচালিত সাড়াশি অভিযানে নিরীহ রোজাদার, আলেম, হাফেজ, ইমাম এবং সাধারণ মানুষও গ্রেফতার হচ্ছে। রমজান মাসেও নির্বিঘ্নে আত্মশুদ্ধি অর্জন করতে পারছে না। এ ধরনের গর্হিত কাজ থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। বরিশালের চরমোনাই মাদ্রাসা ময়দানে ১৫ দিনব্যাপী বিশেষ তালিম তারবিয়াতের গতকাল ষষ্ঠ দিনের আলোচনায় পীর চরমোনাই এ আহ্বান জানান। এ সময় আরও বক্তব্য দেন প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মাওলানা মুজিবুর রহমান কালিশ্বরীসহ চরমোনাইর খলিফাগণ।

পীর চরমোনাই বলেন, আত্মশুদ্ধির মহান এ মাসে নিজেকে আল্লাহর রঙ্গে রঙিন করে ইসলামী অনুশাসন কায়েমে ভূমিকা রাখার কথা ছিল, কিন্তু পারিপার্শ্বিক কারণে তা সম্ভব হচ্ছে না। শান্তি, মুক্তি ও কল্যাণ পেতে ইসলামের সুমহান আদর্শে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, রমজান মাস পবিত্র কোরআন নাজিলের মাস, ইসলামের প্রতিষ্ঠার মাস, বিজয়ের মাস। মুসলমানের দ্বীন ও দুনিয়ার সমৃদ্ধি, পার্থিব ও আধ্যাত্মিক উন্নতি, দৈহিক ও মানবিক শ্রেষ্ঠত্ব আর গৌরব ও মর্যাদার অবিস্মরণীয় স্মৃতি বয়ে নিয়ে আসে মাহে রমজান। উন্নত চরিত্র অর্জনের পক্ষে অন্তরায় পাশবিক বাসনার প্রাবল্যকে পরাভূত করতঃ পাশবিক শক্তিকে আয়ত্তাধীন করা হচ্ছে সিয়ামের তাত্পর্য। কোরআন নাজিলের মহান এ মাসে কোরআনি শাসন প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর