সোমবার, ১৩ জুন, ২০১৬ ০০:০০ টা
ভেজাল বিরোধী অভিযান

দুইটি সেমাই কারখানাসহ ১৫ জনের জেল জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে অপরিচ্ছন্ন, নোংরা পরিবেশে অবৈধ ও নিম্নমানের ভেজাল সেমাই তৈরির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ১৫ জনকে জেল-জরিমানা করা হয়েছে। জরিমানা করা কামরাঙ্গীরচরের দুই প্রতিষ্ঠান হচ্ছে এসআর ফুড প্রোডাক্টস ও আলী ফুড প্রোডাক্টস। গতকাল বিকালে ঢাকা জেলা প্রশাসন, ৫-এপিবিএন ও বিএসটিআই’র যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী বলেন, প্রতিষ্ঠান দুটি সেমাই তৈরিতে নিম্নমানের উপাদান ব্যবহার করেছে এবং মাটির মেঝেতে কোনো ধরনের আচ্ছাদন ছাড়াই সেমাই প্যাকেটজাত করছিল। সার্বিক বিবেচনায় প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে মালিককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর সেমাই জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

এদিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মাংসের দোকানে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে নতুন কাঁচাবাজারে এ অভিযান চালানো হয়। এ সময় মহিষের মাংসকে গরুর মাংস ও ছাগলের মাংসকে খাসির মাংস বলে বিক্রয় এবং ঢাকা উদ্যানে অপরিচ্ছন্ন পরিবেশে ইফতারি তৈরিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৫ জনকে জেল-জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর