শুক্রবার, ১ জুলাই, ২০১৬ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধ

খালাস চেয়ে আপিল মহিবুর ও রাজ্জাকের

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাজাকার মহিবুর রহমান ওরফে বড় মিয়া এবং তার চাচাতো ভাই আবদুর রাজ্জাক আপিল করেছেন। আপিল আবেদনে আসামিরা খালাস চেয়েছেন। গতকাল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তাদের পক্ষে আইনজীবী মাসুদ রানা আপিল দায়ের করেন। ২৮ পৃষ্ঠার মূল আপিলসহ আবেদনটি মোট ৪৮১ পৃষ্ঠার। আবেদনে খালাসের পক্ষে ১০টি যুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১ জুন এই মামলায় বড় মিয়াকে মৃত্যুদণ্ড, তার ছোটভাই মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া এবং তাদের চাচাতো ভাই আবদুর রাজ্জাককে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে বড় মিয়া ও আবদুর রাজ্জাক আপিল করলেও আঙ্গুর মিয়া গতকাল পর্যন্ত আপিল করেননি। ট্রাইব্যুনালের রায়ে আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়। এর মধ্যে প্রথম অভিযোগে হত্যার দায়ে বড় মিয়াকে মৃত্যুদণ্ড ও তার দুই ভাইকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। বাকি তিন অভিযোগে তিন আসামিকেই মোট ৩৭ বছর করে সাজা দেওয়া হয়। এই আসামিরা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগিতায় গঠিত রাজাকার বাহিনীতে যোগ দিয়ে মানবতাবিরোধী অপরাধকর্ম করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর