মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সব ব্যাংকে এলার্ম সিস্টেম স্থাপন করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

দেশের সব ব্যাংক শাখায় অধিকতর নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে চুরি, ডাকাতিসহ যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে ত্বরিত পদক্ষেপ হিসেবে প্রতিটি শাখায় স্বয়ংক্রিয় অ্যালার্ম সিস্টেম স্থাপন করতে হবে। গতকাল কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশ দিয়ে সব ব্যাংককে চিঠি দিয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, অ্যালার্ম সিস্টেমের সঙ্গে অটোলক গেট স্থাপন করতে হবে। শাখার এমন স্থানে স্থাপন করতে হবে যেন টেম্পারিংয়ে সুযোগ না থাকে। কেন্দ্রীয় ব্যাংক আরও নির্দেশ দিয়েছে, স্বয়ংক্রিয় অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে গেট বন্ধ হয়ে যায়- এমন ব্যবস্থা রাখতে হবে। রাতে শাখাকে নিরাপত্তা বলয়ে রাখার জন্য লেজার বিমযুক্ত অ্যালার্ম ব্যবহার করতে হবে। সিস্টেমের সঙ্গে মোশন ডিটেক্টর ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করতে হবে।

সর্বশেষ খবর