শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ঢাবিতে ছাত্রলীগের হামলায় ৬ জন আহত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে ছাত্রলীগের হামলায় পাঁচ সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার রাতে জগন্নাথ হলে সরস্বতী পূজা উদযাপনের সময় এ ঘটনা ঘটে। এ ছাড়া সুন্দরবন রক্ষার আন্দোলনের জের ধরে গতকাল সকালে ছাত্র ইউনিয়নের এক নেতাকে মারধর করেছেন চারুকলা অনুষদ ছাত্রলীগের নেতা-কর্মীরা। জগন্নাথ হলের ঘটনায় আহতরা হলেন- ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আশিক রহমান, আলী আজম, আবু সাঈদ, জাহিদ হাসান এবং ইখলাস চৌধুরী। তারা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন।  প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১১টার দিকে পূজাস্থলে ডিজে পার্টির সময় জগন্নাথ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক উত্পল বিশ্বাস কর্মীদের নিয়ে অবস্থান করছিলেন। সেখানে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা গেলে উত্পল তাদের চলে যেতে বলেন। প্রতিবাদ করলে ছাত্রলীগ নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও হকিস্টিক দিয়ে তাদের ওপর হামলা চালান। পরে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার এবং ছাত্রলীগ ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ বিষয়ে অধ্যাপক অসীম সরকার বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আবিদ আল হাসান বলেন, হামলাকারী সাতজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।  

এদিকে ছাত্র ইউনিয়নের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রাজিব রাজ দাশ জানান, গতকাল সকালে চারুকলা ক্যান্টিনের সামনে চা খাচ্ছিলেন। এ সময় চারুকলার ছাত্রলীগ কর্মী রাইসুল ইসলাম অনিক তাকে ডেকে নিয়ে যান। পরে শাখা ছাত্রলীগের কর্মী ও প্রিন্ট মেকিং বিভাগের মাস্টার্সের ছাত্র আফি আজাদ বান্টির নেতৃত্বে ৭-৮ জন তাকে মারধর করেন। রামপাল বিদ্যুৎকেন্দ্রবিরোধী কর্মসূচিতে যোগ দেওয়ায় মারধর করা হয় বলে তিনি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর