শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

গৃহকর্মীদের অধিকার রক্ষায় মনিটরিং সেল গঠনে হাই কোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

গৃহকর্মীদের অধিকার নিশ্চিত ও আইনগত সুরক্ষা প্রদানে প্রণীত নীতিমালা বাস্তবায়নে মনিটরিং সেল গঠন করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি করে গতকাল বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সব সিটি করপোরেশন, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আগামী ছয় মাসের মধ্যে নীতিমালার বিধান অনুসারে এই মনিটরিং সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নীতিমালার বিধানগুলো বাস্তবায়নের ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

জানা গেছে, ২০১৪ সালের ১ জুলাই গৃহকর্মীদের জন্য নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে রুল জারি করা হয়েছিল। এরপর সরকার ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১৫’ প্রণয়ন করে। ২০১৬ সালের ৪ জানুয়ারি তা গেজেট আকারে প্রকাশিত হয়। তাতে বলা হয়েছে, সব সিটি করপোরেশনকে গৃহকর্মীদের একটি তালিকা করতে হবে। এছাড়া প্রত্যেক মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ, শ্রম আইন অনুসরণ, ১২ বছরের কম বয়সী শিশুকে হালকা কাজে নিয়োগের ক্ষেত্রে অভিভাবকের সঙ্গে আলোচনা, সবেতনে ছুটি ভোগ, চিকিৎসার ব্যবস্থা, দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার দেওয়া হয়। নির্যাতিত গহকর্মীর অভিযোগ সংশ্লিষ্ট থানা যাতে গ্রহণ করে সে ব্যবস্থা গ্রহণ, যৌন হয়রানির ক্ষেত্রে সরকারি ব্যয়ে মামলা পরিচালনা ও খারাপ আচরণের কারণে গৃহকর্মী কাজ ছেড়ে চলে গেলে থানায় অবহিতকরণ ও গৃহকর্মীদের সহায়তার জন্য হেল্প লাইন চালুর কথাও সরকারি নীতিমালায় বলা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর