রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

মডেল রাউধার মৃত্যু মামলার তদন্তভার পেল পিবিআই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে আন্তর্জাতিক সাময়িকী ‘ভোগ’-এর মডেল রাউধা আতিফের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রাজশাহীর আদালত পিবিআইকে এ দায়িত্ব দিয়েছে।

এর আগে ১৭ অক্টোবর মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাতে বলা হয়েছিল, রাউধা আত্মহত্যা করেন। কিন্তু এ প্রতিবেদনে সন্তুষ্ট হতে পারেনি আদালত। ফলে মামলাটির তদন্তে এবার দায়িত্ব দেওয়া হলো পিবিআইকে। রাজশাহী পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল আরিফ জানান, সপ্তাহখানেক আগে আদালত থেকে তাদের কাছে মামলার কাগজপত্র পাঠানো হয়। এরপর পরিদর্শক আলমগীর হোসেনকে মামলাটি তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। গতকালই তিনি মামলার তদন্ত শুরু করেছেন।

প্রসঙ্গত, ২৯ মার্চ রাজশাহীর নওদাপাড়ায় অবস্থিত ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রীনিবাস থেকে রাউধা আতিফের (২২) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মালদ্বীপের নীলনয়না মেয়ে রাউধা বাংলাদেশে এসেছিলেন পড়তে। পড়াশোনার পাশাপাশি তিনি মডেলিং করতেন।

সর্বশেষ খবর