Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১২ জুলাই, ২০১৮ ০৪:১২

ফুলেল শুভেচ্ছায় সিক্ত কবি আল মাহমুদ

সাংস্কৃতিক প্রতিবেদক

ফুলেল শুভেচ্ছায় সিক্ত কবি আল মাহমুদ

৮০তম জন্মদিনে সুহৃদ, শুভাকাঙ্ক্ষী, ভক্ত-অনুরাগীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ‘সোনালি কাবিন’-এর স্রষ্টা দেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদ। আল মাহমুদ ফাউন্ডেশন ও ফেসবুক ফ্যানপেজ ‘প্রিয় আল মাহমুদ’-এর যৌথ আয়োজনে গতকাল কবির রাজধানীর মগবাজারের বাসায় অনুষ্ঠিত হয় এ জন্মোৎসব। রঙিন একটি পাঞ্জাবি পরিধান করে অসুস্থ শরীরে সোফায় বসে জন্মদিনের কেক কাটেন কবি। অনুভূতি প্রকাশ করতে বললে, বেশ অনেকক্ষণ সময় নিয়ে কিছুটা অস্পষ্টভাবে দুটি শব্দ উচ্চারণ করলেন, ‘সবাইকে... শুভেচ্ছা’।

কবি আল মাহমুদকে শুভেচ্ছা জানাতে তাঁর বাসায় আসেন কবি জাহাঙ্গীর ফিরোজ, জাকির আবু জাফর, শাহীন রেজা, সাহিত্যিক সাঈদ চৌধুরী, আর জে জহিরুল ইসলাম টুটুল, বাচিকশিল্পী মাহবুব মুকুল, কবি সাকিরা পারভীন প্রমুখ।

আরও শুভেচ্ছা জানায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম, বাংলাদেশ কালচারাল একাডেমি, রেডিও টুডে, সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্র, প্রাইম ভিশন অনলাইন টেলিভিশন, নবধারা, কবি এবং কবিতা, ফুলকুঁড়িসহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।


আপনার মন্তব্য