বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
জরিপ প্রতিবেদন

রাজধানীর দুই সিটিতেই এডিস মশার মাত্রা বেশি

স্বাস্থ্য অধিদফতর মহাখালী ঢাকায় উপস্থাপন করা এক জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অধিকাংশ এলাকায় এডিস মশার ঘনত্ব পরিমাপে ব্যবহূত সূচকের মাত্রা অনেক বেশি পাওয়া গেছে। গত বৃহস্পতিবার এক কর্মশালায় এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক মশা এডিসের ওপর আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর সিডিসি) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা। এতে মূল উপস্থাপনায় ডা. এম এম আক্তারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, বিশ্বস্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. মিয়া সেফাল, ডা. এ মান্নান বাঙ্গালী (এক্স এনপিও ভিবিডি), স্বাস্থ্য অধিদফতরের এন্টোমোলজিস্ট মো. খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এপিডেমিওলজিস্ট ডা. মশিকুর রহমান। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর