মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্ত্রীসহ বাপেক্স জিএম আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

সোয়া ১ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) জেনারেল ম্যানেজার এ কে এম আনোয়ারুল ইসলাম ও স্ত্রী ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। গতকাল তাদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য নিশ্চিত করেছেন। গত ৫ জুন রাজধানীর রমনা মডেল থানায় দুদকের উপ-পরিচালক মো. হেলাল উদ্দিন শরীফ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ১ কোটি ৮ লাখ ৪৩ হাজার ৭৫২ টাকার সম্পদ অর্জন করে নিজেদের দখলে রেখেছেন। আসামি ফরিদা ইয়াসমিন ২০০৫-০৬ করবর্ষে রিটার্ন দাখিল ?শুরু করেন। ২০০৫-০৬ কর বছর থেকে ২০১৫-১৬ কর বছর পর্যন্ত ৪৯ লাখ ৮৫ হাজার ৫৫২ টাকা আয় করেছেন এবং এ সময়ে তিনি ৬ লাখ ২২ হাজার ৩১২ টাকা ব্যয় করেছেন। কিন্তু দুদকের অনুসন্ধানে ফরিদা ইয়াসমিনের নামে স্থাবর, অস্থাবর ও গোপনসহ মোট ১ কোটি ৫২ লাখ ৩ হাজার ১৬৪ টাকার সম্পদ পাওয়া যায়। অন্যদিকে এ কে এম আনোয়ারুল ইসলাম তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের নামে প্রাপ্ত ১ কোটি ৮ লাখ ৪৩ হাজার ৭৫২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতাসহ ৪ লাখ টাকার সম্পদ গোপন করতে মিথ্যা তথ্য প্রদানে সহযোগিতা করেছেন। এর মধ্যে ৪ লাখ টাকার সম্পদ কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে প্রদর্শন না করে মিথ্যা তথ্য দিয়েছেন।

 এসব কারণে ফরিদা ইয়াসমিন এবং তার স্বামী বাপেক্সের জেনারেল ম্যানেজার এ কে এম আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ৪ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করে দুদকে মিথ্যা তথ্য প্রদানসহ ১ কোটি ৮ লাখ ৪৩ হাজার ৭৫২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং দখলে রেখে দুদক আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুদক। প্রসঙ্গত, তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তকালে আদালতের নির্দেশে ১ কোটি ৮ লাখ ৪৩ হাজার ৭৫২ টাকার মধ্যে ৭৭ লাখ ৭০ হাজার ৮২৭ টাকার স্থাবর সম্পদ ক্রোক করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর