সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
নিউইয়র্কে সম্মেলন

রোহিঙ্গাদের বাঁচাতে হলে বাংলাদেশকেই সোচ্চার হতে হবে

প্রতিদিন ডেস্ক

নিউইয়র্কে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলন থেকে বলা হয়েছে, ‘রোহিঙ্গা ইস্যুতে রাজনৈতিক সংলাপের বিকল্প নেই। এ সংলাপ ৫৭ দেশের সমন্বয়ে গঠিত ওআইসির মাধ্যমেও ফলপ্রসূ হবে না। রোহিঙ্গাদের বাঁচাতে হলে সোচ্চার হতে হবে বাংলাদেশকেই।’ খবর : এনআরবি নিউজ। কলম্বিয়া ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আয়োজিত ‘মিয়ানমারের বর্বরতার জন্য দায়ীদের চিহ্নিত এবং রোহিঙ্গা মুসলমানদের নিরাপত্তা’ শীর্ষক এ সম্মেলনের বিস্তারিত তথ্য অবহিত করা হয় গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায়। এ ব্যাপারে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে ‘ওয়ার্ল্ড রোহিঙ্গা অর্গানাইজেশন’। সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ‘ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন’র সমন্বয়কারী এবং আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশনের পরিচালক রাজিয়া সুলতানা, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কর্মরত সংগঠনের নেত্রী ইয়াসমীন উল্লাহ, আরকান ইনস্টিটিউট ফর পিচ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক মোং মোং, যুক্তরাজ্যস্থ বার্মিজ কোয়ালিশনের প্রেসিডেন্ট টং কিং, ক্যালিফোর্নিয়া থেকে আসা রোহিঙ্গা মুসলমান মো. নূর প্রমুখ।

সম্মেলনে রোহিঙ্গা নিধনে জড়িত মিয়ানমারের সামরিক জান্তাসহ সিভিল প্রশাসনকেও আন্তর্জাতিক আদালতে সোপর্দ করার প্রয়োজনীয়তা ব্যক্ত করা হয়। বলা হয়, সভ্য সমাজে এমন বর্বরতায় লিপ্তরা রেহাই পেয়ে গেলে ভবিষ্যতে অন্য দেশেও এমন বর্বরতার পুনরাবৃত্তি ঘটতে পারে।

সর্বশেষ খবর