সোমবার, ১০ জুন, ২০১৯ ০০:০০ টা

চিরনিদ্রায় শায়িত সাংবাদিক জাকারিয়া

নীলফামারী প্রতিনিধি

চিরনিদ্রায় শায়িত সাংবাদিক জাকারিয়া

নীলফামারী ডাকবাংলো কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন সময়  টেলিভিশনের সিনিয়র সাংবাদিক জাকারিয়া মুক্তা (৫২)। গতকাল বাদ জোহর জানাজা শেষে ডাকবাংলো কবরস্থানে দাফন করা হয় তাকে। পরে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। নামাজে জানাজার আগে প্রয়াত মুক্তাকে বিভিন্নভাবে স্মরণ করে বক্তব্য দেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, দৈনিক খোলা কাগজ ও অনলাইন ডেইলি পরিবর্তন.কম’র প্রধান সম্পাদক আহসান হাবিব লেলিন, আনন্দ আলো পত্রিকার সম্পাদক রেজানুর রহমান, নীলফামারীর সাংবাদিক তাহমিন হক এবং প্রয়াত মুক্তার বড় ভাই সারওয়ার মানিক। নামাজে জানাজায় মরহুমের কর্মস্থল সময় টিভি, যমুনা টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সহকর্মী ছাড়াও নীলফামারীর গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, সময় টিভির বার্তা সম্পাদক জাকারিয়া মুক্তা শনিবার সন্ধ্যায় ব্রেন স্টোক করে রাজধানী ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সর্বশেষ খবর