মার্কেন্টাইল ব্যাংকের ২০ বছরপূর্তি উপলক্ষে পাঁচ গুণীজন ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানাবে। সম্মাননার জন্য নির্বাচিতরা হলেন- শিক্ষায় ড. তোফায়েল আহমেদ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ, বীর উত্তম, অর্থনীতি ও অর্থনীতিবিষয়ক গবেষণায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ, শিল্প ও বাণিজ্যে আবুল কাশেম (আবুল খায়ের গ্রুপ) ও ক্রীড়ায় মো. মোশাররাফ হোসেন খান (সাঁতার)। তাদের প্রত্যেককে দুই ভরি ওজনের স্বর্ণপদক, তিন লাখ টাকা ও ক্রেস্ট দেওয়া হবে। এ ছাড়া পাঁচ তরুণ ও মেধাবী ব্যাংকারকে এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড দেবে প্রতিষ্ঠানটি। গতকাল রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নাম ঘোষণা করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন), মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আমানউল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, পরিচালক মোরশেদ আলম এমপি, মো. আনোয়ারুল হক ও আলহাজ মোশাররফ হোসেন।
এ সময় মার্কেন্টাইল ব্যাংকের (এমবিএল) চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা বলেছেন, গ্রাহকদের সুবিধার জন্য ব্যাংক ঋণের সরল সুদ বাস্তবায়নে আমরা আগ্রহী। চক্রাকারে যে সুদ বাড়তে থাকে তা গ্রাহকদের জন্য কষ্টদায়ক। তবে মার্কেটে টিকে থাকতে হলে সব ব্যাংককেই উদ্যোগটি বাস্তবায়ন করতে হবে। আমাদের ব্যাংকে পর্যাপ্ত তারল্য রয়েছে। এর কোনো সংকট নেই। বর্তমানে আমাদের ব্যাংকে ঋণের গড় সদুহার ৯ দশমিক ৬ শতাংশ। তবে এটাকে আমরা আরও নিচে নামিয়ে আনার চেষ্টা করছি। তিনি আরও বলেন, ‘এটিএম বুথের জালিয়াতি নিয়ে আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি।’