বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কার্যকর ভূমিকা পালনে নির্বাহী ক্ষমতা চায় ইউজিসি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রয়োগিক ক্ষমতার অভাবে কার্যকর ভূমিকা রাখতে পারছে না বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসিকে পুনর্গঠন করে উচ্চশিক্ষা কমিশন করতে হলে প্রয়োজন নির্বাহী ক্ষমতা। গতকাল ইউজিসির সঙ্গে শিক্ষাবিষয়ক সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, ক্ষমতার সীমাবদ্ধতায় মঞ্জুরি কমিশন অনেকটা অসহায়। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইনে পরিচালিত হয়। পাশাপাশি তদারকি করে ইউজিসি। পৃথক আইনে পরিচালিত হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষার এসব প্রতিষ্ঠানে আইন বাস্তবায়ন, নিয়ম-শৃঙ্খলা বজায়, সর্বোপরি দুর্নীতি বন্ধে ইউজিসি কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এজন্য ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন’ পুনর্গঠন করে ‘উচ্চ শিক্ষা কমিশন’ নামে নতুন প্রতিষ্ঠান করার প্রক্রিয়া চলছে। এটা যেই নামেই হোক তবে কমিশনের নির্বাহী ক্ষমতা থাকা উচিত। সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আখতার  হোসেন, অধ্যাপক ড. এম শাহ্ নওয়াজ আলী, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ড. মুহাম্মদ আলমগীর হোসেন, কমিশনের সচিব ড. মো. খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর