Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২১ আগস্ট, ২০১৯ ২৩:৫৮

নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে ২১ আগস্ট শহীদ স্মরণে অনুষ্ঠান

নয়াদিল্লি প্রতিনিধি

নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে ২১ আগস্ট শহীদ স্মরণে অনুষ্ঠান

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে আলোচনা সভার আয়োজন করা হয়। অস্থায়ী হাইকমিশনার এটিএম রকিবুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মিনিস্টার (প্রেস) ফরিদ হোসেন ও মিনিস্টার (কনস্যুলার) সেলিম মো. জাহাঙ্গীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পড়ে শোনান প্রথম সচিব জাকির আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিনিস্টার (পলিটিক্যাল) এএফএম জাহিদ-উল-ইসলাম। বক্তারা গ্রেনেড হামলা মামলার ২০১৮ সালের রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানান।

সেই নারকীয় হামলা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য যারা বেঁচে যান তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মন্তব্য