শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নিয়োগবিধি সংশোধন দাবি মেডিকেল টেকনোলজিস্ট রেডিওথেরাপিদের

নিজস্ব প্রতিবেদক

নতুন নিয়োগবিধি সংশোধনের দাবি জানিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওথেরাপিরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত ‘সাধারণ সভায়’ এ দাবি জানানো হয়। তাদের দাবির মধ্যে রয়েছে- নতুন জারি হওয়া নিয়োগবিধি সংশোধন করে সাধারণ মেডিকেল  টেকনোলজিস্টদের (রেডিওথেরাপি) অন্তর্ভুক্তি, প্রতিটি  মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে নতুন পদ সৃষ্টি, উচ্চশিক্ষার সুযোগ হিসেবে মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি ইন হেলথ  টেকনোলজি রেডিওথেরাপি কোর্স চালু। বেসরকারি হাসপাতালগুলোতেও রেডিওথেরাপি  টেকনোলজিস্টদের জন্য রেডিয়েশন ঝুঁকি ভাতা চালু করা। আয়োজক সংগঠনের সভাপতি রঞ্জন দাসের সভাপতিত্বে মো. মামুনুর রশিদ, শফিকুল ইসলামসহ  মেডিকেল টেকনোলজিস্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর