সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সমতাভিত্তিক নয়, জনসংখ্যা অনুপাতে প্রকল্প বরাদ্দের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

উন্নয়ন প্রকল্প গ্রহণের সময় সমতাভিত্তিক পদ্ধতি এড়িয়ে আয়তন ও জনসংখ্যা অনুপাত বিবেচনায় রেখে বিভিন্ন জেলা ও উপজেলায় প্রকল্প বরাদ্দ কম-বেশি করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের সময় ঠিকাদার যাতে প্রকল্প কর্মকর্তাদের ম্যানেজ করতে না পারে সে বিষয়ে সতর্ক, প্রকল্প বাস্তবায়ন এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে জনবল বৃদ্ধির সুপারিশ করে কমিটি। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির ষষ্ঠ বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে  সভাপতিত্ব করেন কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। কমিটির সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, আহসান আদেলুর রহমান এবং ওয়াসিকা আয়শা খান বৈঠকে অংশ নেন। বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, রেলপথ মন্ত্রণালয়ের সচিব, আইএমইডির প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর