মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আমাদের দেশে পড়ছে। তাই আমরা যদি কৃষিতে মনোযোগ না দেই তাহলে বাংলাদেশে একসময় খাদ্য সংকট প্রকট হওয়ার সম্ভাবনা দেখা দেবে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিনা পারভীন, পুষ্টি কাউন্সিলের মহাপরিচালক ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ, জাতীয় পুষ্টি সেবার লাইন ডিরেক্টর ডা. এস এম মুস্তাফিজুর রহমান, ওয়েল্ট হাঙ্গার হিলফির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ফিলিপ ড্রেসরুসি, হেলভেটাস,, বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর উম্মে হাবিবা প্রমুখ।

বিশ্বের ১১৭টি দেশের ওপর গবেষণা চালিয়ে  যৌথভাবে প্রতিবেদনটি তৈরি করেছে খাদ্যনিরাপত্তাবিষয়ক আন্তর্জাতিক সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও জার্মানভিত্তিক সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড। ওই সূচকে বাংলাদেশেল অবস্থান ৮৮তম। গ্লোবাল হাঙ্গার ইনডেক্স এ বলা হয়, বাংলাদেশ ২০০০ সালের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছে ২৮.৫%, যেখানে তৎকালীন জিএইচআই স্কোর ছিল ৩৬.০ এবং দেশটি ‘উদ্বেগজনক’ বিভাগে বিবেচিত ছিল। ২০০০ সাল থেকে দেশের পুষ্টিহীনতা, শিশু খর্বকায়ন এবং শিশু মৃত্যুর হার- এসবই হ্রাস পেয়েছে। সাম্প্রতিক দশকগুলোতে দেশটির শিশু খর্বকায়ন অবিচ্ছিন্ন হ্রাস একটি উল্লেখযোগ্য সাফল্য। ওয়েল্ট হাঙ্গার হিলফি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ফিলিপ ড্রেসরুসি বলেন, অপুষ্টি ও পুষ্টির নিরাপত্তাহীনতা হ্রাস করার একটি দীর্ঘমেয়াদি সমাধান হলো ‘জলবায়ুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং পুষ্টি-সংবেদনশীল কৃষিকে’ সামনে নিয়ে আসা।

উল্লেখ্য, প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের চেয়ে বেশ কয়েক ধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ।

সর্বশেষ খবর