মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

টিআইবির ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গতকাল রাজধানীতে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০১৯ বিতরণ করে। অনুষ্ঠানে অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জবিষয়ক একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক শেখ মনজুর-ই-আলম। এবার অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পেয়েছেন ১০ জন। এর মধ্যে প্রিন্ট মিডিয়া (স্থানীয়) ক্যাটাগরিতে যশোরের দৈনিক ‘গ্রামের কাগজ’-এর আটজন, জাতীয় ক্যাটাগরিতে প্রথম আলোর সিনিয়র রিপোর্টার ফখরুল ইসলাম হারুন এবং ইলেকট্রনিক মিডিয়া (প্রতিবেদন) ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার ইমরুল আহসান। বিজয়ীদের সম্মাননাপত্র, ক্রেস্ট ও চেক দেওয়া হয়।

এ সময় টিআইবির ন্যায়পাল অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, লেখক-সাংবাদিক আফসান চৌধুরী, সাংবাদিক জুলফিকার আলী মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর