বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

প্রখ্যাত সাংবাদিক উপেন তরফদার আর নেই

কলকাতা প্রতিনিধি

প্রখ্যাত সাংবাদিক উপেন তরফদার আর নেই

প্রখ্যাত বেতার সাংবাদিক, আকাশবাণী কলকাতার ‘সংবাদ বিচিত্রা’ অনুষ্ঠানের কিংবদন্তি প্রযোজক উপেন তরফদার আর নেই। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় ২০১২ সালে বাংলাদেশ তার এই বিশেষ বন্ধুকে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার’ সম্মাননায় ভূষিত করেছিল। এসএসকেএম হাসপাতালে মঙ্গলবার রাতে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী এবং দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। জানা গেছে, তাঁর ইচ্ছানুসারে তাঁর লাশ গবেষণার জন্য মেডিকেল কলেজকে দান করা হবে। উপেন তরফদারের জন্ম মানিকগঞ্জ জেলার নালী গ্রামে। ১৯৫৪ সালে তিনি আকাশবাণীতে যোগ দেন। মূলত তাঁর মেধা, পরিশ্রম ও আন্তরিকতার কারণে ‘সংবাদ বিচিত্রা’ বাংলার ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠে। সংবাদ বিচিত্রায় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের নানা ঘটনা, প্রখ্যাত ব্যক্তিদের সাক্ষাৎকার তুলে ধরেছিলেন; যা মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিল। মুক্তিযুদ্ধের সংবাদ পরিবেশন করে শ্রোতাদের কাছে তৎকালীন আকাশবাণী কলকাতার যে কজন সর্বাধিক পরিচিত হয়ে উঠেছিলেন তাঁদের মধ্যে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় ও প্রণবেশ সেনের আগেই জীবনাবসান ঘটে। এবার না-ফেরার দেশে চলে গেলেন উপেন তরফদারও। গতকাল লাশ কলকাতার আকাশবাণী ভবনে আনা হলে ফুল দিয়ে যাঁরা শ্রদ্ধা নিবেদন করেন তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ উপহাইকমিশনার তৌফিক হাসান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও নগরীর বিশিষ্ট বুদ্ধিজীবীরা তাঁদের শোকবার্তায় উপেন তরফদারের মৃত্যুকে ‘সাংবাদিকতা জগতের এক অপূরণীয় ক্ষতি’ বলে অভিহিত করেছেন।

সর্বশেষ খবর