সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
সমন্বয় সভায় ভূমিমন্ত্রী

১৭ মার্চ থেকে ম্যানুয়াল নামজারি নয়

নিজস্ব প্রতিবেদক

ভূমির নামজারির জন্য আগামী ১৭ মার্চ থেকে আর কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। এমনকি বিদ্যুতের সুবিধাবঞ্চিত ভূমি অফিসগুলোতেও সৌরবিদ্যুতের সুবিধা নিশ্চিত করে ই-নামজারি চালু করা হবে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী গতকাল রবিবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় এ ঘোষণা দিয়েছেন।

ভূমিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতি জরুরি ভিত্তিতে কারও ভূমি নামজারির প্রয়োজন হলে বিশেষ ফির বিনিময়ে সেবা দেওয়া যায় কি না সে বিষয়টি খতিয়ে দেখতে বিভাগীয় কমিশনারদের নির্দেশ দেওয়া হয়। মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের বছরেই ভূমি অফিসে নামজারির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাইলাইজ করার প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। সমন্বয় সভার আগে একই স্থানে মাঠপর্যায়ে সহকারী কমিশনারদের (ভূমি) অনুকূলে ডাবল কেবিন পিকআপ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর