মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ঢাকায় নব্য জেএমবির দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

পুলিশের মনোবল ভাঙতে দফায় দফায় হামলা চালিয়েছে নব্য জেএমবির সদস্যরা। নতুন করে জানান দিতেই আতঙ্ক তৈরি করা ও প্রচার পাওয়া ছিল তাদের মূল লক্ষ্য। গত বছর রাজধানীর ৫টি স্থানে পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনার মূল পরিকল্পনাকারীসহ নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

 তারা হলেন- মূল পরিকল্পনাকারী মো. জামাল উদ্দিন রফিক ও মো. আনোয়ার হোসেন।

গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, রবিবার রাতে রাজধানীর শনিরআখড়া থেকে ওই দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। এর আগে এ ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, জঙ্গিরা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে প্রচার চায়। তাছাড়া পুলিশের ওপর হামলা করলে জনমনে ভয়ভীতিটা বেশি সৃষ্টি হবে। হলি আর্টিজানে হামলার পর পুলিশের যে সক্ষমতা বেড়েছে, জঙ্গিদের যে নেটওয়ার্কিং গড়ে উঠেছিল তা বিপর্যস্ত-দুর্বল করে দেওয়ার কাজটি পুলিশই করেছিল। গত বছর যে হামলাগুলো হয়েছে তার মূল পরিকল্পনাকারী রফিক। সিটিটিসি প্রধান বলেন, গত বছর গুলিস্তান, মালিবাগ, সায়েন্সল্যাব, খামারবাড়িসহ পাঁচ স্থানে পুলিশের ওপর বোমা হামলায় নব্য জেএমবির ছয় সদস্যকে গ্রেফতার করে সিটিটিসি। রফিক ও আনোয়ার ছাড়াও গ্রেফতার অন্য চারজন হলেন- মেহেদী হাসান তামিম, ফরিদ উদ্দিন রুমি, আবদুল্লাহ আজমীর ও মিশুক খান। এদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

সর্বশেষ খবর