শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

তাবিথ আউয়ালের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। গতকাল রাত ৭টা ৫৫ মিনিটে বনানীতে তাবিথ আউয়ালের নির্বাচনী অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।

 সরদার সাখাওয়াত হোসেন বকুল, আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়াম, সেলিম ভূঁইয়া, জেবা খান, সুলতানা আহমেদ প্রমুখ। এ ছাড়া বৈঠকে ব্রিটিশ দূতাবাসের দুজন কর্মকর্তা ছিলেন।

বৈঠক সূত্র জানায়, সম্প্রতি এক গণসংযোগে তাবিথ আউয়ালের ওপর হামলা সম্পর্কে বিস্তারিত জানতে চান ব্রিটিশ হাইকমিশনার। তাবিথ আউয়াল এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন। বৈঠকে তার গণসংযোগে নানা প্রতিবন্ধকতার বিষয়ও তুলে ধরেন তাবিথ। এ সময় ব্রিটিশ হাইকমিশনার মনোযোগ দিয়ে তাবিথের বক্তব্য শোনেন। পরে তিনি তাবিথকে জানান, যুক্তরাজ্য সরকার ঢাকা সিটি নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

সর্বশেষ খবর