শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা

সংসদের অধিবেশন স্থগিত দাবি এমপির

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণের কারণে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিতের আহ্বান জানিয়েছেন বিএনপির একজন এমপি। চাঁপাইনবাবগঞ্জের বিএনপি দলীয় এমপি হারুনর রশীদ জাতীয় সংসদের স্পিকারের কাছে এ আহ্বান জানিয়েছেন। করোনাভাইরাসের কারণে আতঙ্কিত ও উদ্বেগজনক চলমান বিশেষ পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে সংসদের এই বিশেষ অধিবেশন স্থগিতের দাবি জানান তিনি। সংসদ সদস্য হারুনর রশীদের উদ্ধৃতি দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গতকাল এ তথ্য জানিয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে। কিন্তু এর মধ্যেই বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনাভাইরাস ব্যাপক আকারে ছড়িয়েছে। 

ইতিমধ্যেই বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বাংলাদেশে এখন পর্যন্ত ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে বলে বুধবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে।

সর্বশেষ খবর