শিরোনাম
বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

বেশি দামে হেক্সিসল বিক্রি, ডিলারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে অতিরিক্ত মূল্যে হ্যাক্সিসল বিক্রির দায়ে একটি ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে র‌্যাব ও পুলিশের সহায়তায় গতকাল এই অভিযান পরিচালিত হয়। এর আগে নগরীর গীর্জামহল্লা, ফলপট্টি এবং কাঠপট্টি এলাকায় র‌্যাব-পুলিশের সহায়তায় মাইকিং করে শারীরিক দূরত্ব নিশ্চিত করাসহ অযাচিত গণজমায়েতের বিরুদ্ধে  মাইকিং করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় দুটি ফলের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, সরকার আগামী ১০ মে থেকে শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে শপিংমল ও মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তার আগেই বিভিন্ন জায়গায় দোকান খুলতে শুরু করেছে অনেক ব্যবসায়ী এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছে। এসব অনিয়ম রুখতে এবং জনস্বার্থে এই অভিযান চলবে।

সর্বশেষ খবর