বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ

মেগা প্রকল্পের পুনঃদরপত্র উন্মুক্ত হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ মেগা প্রকল্পের পুনঃদরপত্র উন্মুক্ত হচ্ছে আজ। সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গত ২৯ জুলাই প্রকল্পটির প্রথম দরপত্র বাতিল করে পুনঃদরপত্রের সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কক্সবাজার দুই হাজার কোটি টাকার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণের এ মেগা প্রকল্পের কাজ শুরু করে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এতে করে  বিমানবন্দরের বর্তমান ৯ হাজার ফুট দীর্ঘ রানওয়েকে মহেশখালী চ্যানেলের দিকে ১ হাজার ৭০০ ফুট সম্প্রসারিত করে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত হবে। কিন্তু উন্নয়নমূলক প্রকল্পে জালিয়াতি এবং দরপত্র মূল্যায়নে নানা অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হয়। জানা গেছে, প্রথম দফায় ১০টি প্রতিষ্ঠানের দরপত্র জমা পড়ে। পরে দরপত্র মূল্যায়নের ক্ষেত্রে বেবিচকের মূল্যায়ন কমিটি চরম অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয়। গত ২৫ জুন সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দরপত্রটিতে নানা অনিয়ম ও ভুল ধরা পড়ে। এ কারণে বিষয়টি যাচাই এবং মূল্যায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা তদন্তে দরপত্রগুলো পরিকল্পনা মন্ত্রণালয়ধীন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) পাঠানো হয়। আইএমইডি তাদের অনুসন্ধানে দেখতে পায়, রেসপন্সিভ দরদাতা সিআরসিসি হারবারের অভিজ্ঞতার সনদে কারও স্বাক্ষর নেই। স্বাক্ষরবিহীন এ সনদে চীনের গুয়ানজু প্রদেশে একটি প্রকল্পের কাজ শুরুর জন্য চুক্তির তারিখ উল্লেখ করা হয়েছে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর। কিন্তু কাজ শুরুর প্রকৃত তারিখ উল্লেখ করেছে ২০১১ সালের ১৮ নভেম্বর। অর্থাৎ চুক্তির তিন বছর আগেই কাজ শুরু করছিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি নানা জালিয়াতির আশ্রয় নিয়ে দরপত্রে অংশ নেয় বলে কমিটির অনুসন্ধানে বেরিয়ে আসে।

সর্বশেষ খবর