শনিবার, ৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

রংপুর অঞ্চলে বোরো ধানের ফলন বৃদ্ধি ধরে রাখা চ্যালেঞ্জ : সচিব

নিজস্ব প্রতিবেদক, রংপুর

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার, বেশি বেশি ফসল উৎপদনের জন্য কৃষকদের উৎসাহিত করতে হবে। সারা দেশসহ রংপুর অঞ্চলের কোনো জমি ফাঁকা পড়ে থাকবে না। রংপুর অঞ্চলে পরিবর্তিত জলবায়ুর প্রভাবে বোরো মৌসুমে ধানের ফলন বৃদ্ধি অব্যাহত রাখা  কৃষি সেক্টর তথা বিজ্ঞানী ও সম্প্রসারণবিদদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। গতকাল দর্শনা ব্র্যাক লার্নিং সেন্টারে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) রংপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে রংপুর অঞ্চলে বোরো ধানের ফলন বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ব্রি’র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক (ভারপ্রাপ্ত)  সরেজমিন উইং কৃষিবিদ মাহাফুজ হোসেন মিরদাহ, ব্রি পরিচালক (প্রশাসন ও সাধরণ পরিচর্যা) ড. কৃষ্ণপদ হালদার,  ব্রি রংপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান (সিনিয়র সাইন্টিফিক অফিসার) মো. রকিবুল হাসান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ব্রি গাজীপুর প্রধান কার্যালয়ের সিএসও (উদ্ভিদ প্রজনন) ড. খন্দকার মো. ইফতেখারুদৌলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রি গাজীপুর প্রধান কার্যালয়ের সিনিয়র লিয়াজোঁ অফিসার মোহাম্মদ আবদুল মোমিন।

 অনুষ্ঠানে রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর, ব্রি, গবেষণা প্রতিষ্ঠান, বীজ প্রত্যয়ন এজেন্সি, এআইএস, বিএডিসি, কৃষি বিপণন অধিদফতর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন এনজিও, কোম্পানির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর