সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
নারায়ণগঞ্জে গ্যাস থেকে অগ্নিকান্ড

স্বামী সন্তান হারিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন দগ্ধ গৃহবধূ পপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সদর উপজেলায় অগ্নিকান্ডে দগ্ধ পপি সরকার স্বামী ও সন্তানকে হারিয়ে একাই মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছেন।

এক দুঃস্বপ্নের রাতের আগুনে শেষ হয়ে গেছে পুরো পরিবার। শেষবারের মতো স্বামী ও সন্তানকে একনজর দেখতেও পারেননি হাসপাতালের চিকিৎসাধীন স্ত্রী। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে স্বামী ও সন্তানের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে রাতে নেত্রকোনা ইছাপুর এলাকায় শেষকৃতের কাজ সম্পন্ন করে পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে সদর উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকায় মশার কয়েল ধরাতে গেলে রুমের মধ্যে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়। তারা হলেন স্বামী দীপায়ন সরকার (৩৫), স্ত্রী পপি সরকার ও তাদের মেয়ে দিয়া রানী সরকার (৫)। দীপায়নের বড় বোনের জামাতা সুসেন সরকার বলেন, ‘পপি এখনো চিকিৎসাধীন রয়েছে। তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে ডাক্তাররা।’ তিনি আরও বলেন, ‘পপি গ্রামে খুব কষ্টে জীবন যাপন করছিল। যার জন্য আমি তাদের বলেছিলাম শহরে এলে স্বামী স্ত্রী দুজনের কাজের ব্যবস্থা করে দেব। মেয়েটাকে এখানে ভালো স্কুলে ভর্তি করিয়ে দেব। এ জন্য এখানে বাসাও ঠিক করে দেই। যার জন্য ১০ দিন আগে গ্রাম থেকে পরিবার নিয়ে নারায়ণগঞ্জে আসে। কয়েক জায়গায় কাজের জন্য কথাও চলছিল। এর মধ্যে কীভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না।’ বলেই তিনি কান্না শুরু করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর