শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

জামায়াতের বিচার প্রক্রিয়া শুরুর দাবি

নিজস্ব প্রতিবেদক

সংগঠন হিসেবে অবিলম্বে জামায়াতে ইসলামীর বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির (আইডিপি) চেয়ারম্যান এম এ আউয়াল। তিনি বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এ ঐতিহাসিক মুহূর্তে দেশের মানুষ ‘ঘাতক, দালাল, রাজাকার, আলবদর নেতাদের বিচার নিশ্চিতের’ মতো সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচার দেখতে চায়। এ দলটিকে নিষিদ্ধ দেখতে চায়। গতকাল সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

এম এ আউয়াল আরও বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধশক্তি ও রাজনৈতিক দল জামায়াত এখনো অবলীলায় কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন স্থগিত আছে। বিশেষত উচ্চ আদালতে দলটিকে নিষিদ্ধের বিষয়টি এখন বিচারাধীন। দলমত-নির্বিশেষে একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে আবারও সবাইকে সতর্ক হতে হবে। সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক প্রকল্পের নামকরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করতে হবে। সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেন এম এ আউয়াল। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর