রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দুর্ঘটনায় ওমান ও সিডনিতে ৭ বাংলাদেশি নিহত

প্রতিদিন ডেস্ক

ওমানে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রবাসী পাঁচ বাংলাদেশি মারা গেছেন। এ ছাড়া অস্ট্রেলিয়ার সিডনিতে মাছ শিকারে গিয়ে দুই বাংলাদেশি মারা গেছেন। ওমানের দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তারা সবাই বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। গতকাল ওমানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে দুকুমের একটি সড়কে দুর্ঘটনা ঘটে। এ সময় নিহতরা হলেন মো. ওমর ফারুক, মিনহাজ, মামুন, মিলাদ ও রুবেল। পরিবার ও প্রবাসী সূত্রে জানা গেছে, আরব সাগর থেকে মাছ ধরে ফেরার পথে তারা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। গাড়িতে  মোট ১০ জন প্রবাসী বাংলাদেশি ছিলেন। এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। এ ছাড়া বাকি পাঁচজন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে শুক্রবার বিকালে অস্ট্রেলিয়ার সিডনিতে মাছ শিকার করতে গিয়ে ঢেউয়ের ধাক্কায় মাহাদী খান (৩৩) ও মোজাফফর আহমেদ (৪২) নামে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটির পোর্ট ক্যাম্বেলার হিল সিক্সটিতে এ ঘটনা ঘটে। এ সময় আহত হওয়া আরও এক বাংলাদেশি হাসপাতালে রয়েছেন। জানা গেছে, পোর্ট ক্যাম্বেলার হিল সিক্সটিতে দাঁড়িয়ে মাছ ধরছিলেন তারা। এ সময় আচমকা সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় মাহাদী পানিতে পড়ে গেলে অপর দুই বন্ধু তাকে রক্ষার জন্য প্রাণপন চেষ্টা করে ব্যর্থ হন। ঢেউয়ের ধাক্কায় টিকতে না পেরে মোজাফ্ফর আহমেদের মাথা পাথরের সঙ্গে ধাক্কা খায়। ফলে অতিরিক্ত রক্তক্ষরণের তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর