শিরোনাম
সোমবার, ১৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

শাহজালালে যাত্রীর পেটে ৮ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেটের ভিতর থেকে প্রায় ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপি)। তারা হলেন- মো. সফিকুল আলম এবং মো. শাহজাহান মিয়া। শনিবার রাতে কক্সবাজার থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে (ভিকিউ ৯৩২) তারা ঢাকায় আসেন। পরে বিমানবন্দর দিয়ে বের হওয়ার সময় তাদের আটক করা হয়। এএপির অতিরিক্ত এসপি (অপারেশনস) মো. আলমগীর হোসেন শিমুল জানান, শফিকুল ও শাহজাহান অভ্যন্তরীণ বিমানবন্দরের বহিরাঙ্গনের পার্কিং এলাকার পাবলিক টয়লেটের সামনে আসে। এ সময় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পেটের ভিতর ইয়াবা থাকার কথা স্বীকার করে। প্রায় ১২ ঘণ্টা পর তাদের পেট থেকে ১৬০টি ইয়াবার প্যাকেট বের করে আনা হয়। সর্বমোট ইয়াবার পরিমাণ ৭ হাজার ৯৯০ পিস। যার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে চালানপ্রতি তারা ১৫ হাজার করে টাকা পেত। মো. ফয়সল নামে আরেক যাত্রী এবং মাদক ব্যবসায়ী এই ইয়াবার অর্থের জোগানদাতা এবং সে পেছনে থাকায় গ্রেফতার এড়াতে সক্ষম হয়।

 কিন্তু তাকেও এজাহারে আসামি করা হয়েছে। গতকাল তাদের বিরুদ্ধে মাদক আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। আটক দুজনসহ ফয়সালের গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফ থানার হ্নীলাতে। এর আগেও তারা ইয়াবা চালান নিয়ে ঢাকায় এসেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর