বিশ্বখ্যাত টাইমস স্কয়ার-সাবওয়েতে পাইপ বোমার বিস্ফোরণ ঘটিয়ে বহু মানুষকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে বাংলাদেশি আকায়েদ উল্লার (৩১) যাবজ্জীবন কারাদন্ড দিলেন ম্যানহাটানের ফেডারেল জজ। গতকাল এ রায় প্রদান করা হয়। আইসিসের মদদপুষ্ট হয়ে যুক্তরাষ্ট্রে ধ্বংসযজ্ঞ চালানোর অভিপ্রায়ে নিজ হাতে তৈরি পাইপ বোমা শরীরে বেঁধে টাইমস স্কোয়ার হয়ে হেঁটে পোর্ট অথরিটি বাস টার্মিনাল অতিক্রমকালে ভিড়ের মধ্যে সেটি বিস্ফোরিত হয় ২০১৭ সালের ডিসেম্বরে। ফলে আকায়েদের ষড়যন্ত্র অনুযায়ী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব না হলেও তিনি নিজে আহত হন এবং সঙ্গে পথচারীদের কয়েকজনও আহত হন। নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বসবাসরত সন্দ্বীপের সন্তান আকায়েদ এই হামলার উদ্দেশ্যে গৃহত্যাগের আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, ‘ট্রাম্প, তুমি তোমার দেশকে রক্ষায় ব্যর্থ হচ্ছো’। ফেডারেল কোর্টে আকায়েদ উল্লা দোষী সাব্যস্ত হন ২০১৮ সালের নভেম্বরে। এরপর তিনি ক্ষমাভিক্ষা করেছিলেন। কিন্তু সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার পর জজ রিচার্ড জে সুলিভান আকায়েদকে যাবজ্জীবন কারাদন্ডের রায় দিলেন। উল্লেখ্য, অকুস্থল থেকে আহত অবস্থায় গ্রেফতারের পর থেকেই আকায়েদ কারাগারে রয়েছেন। এই মামলার তদন্ত কর্মকর্তারা আকায়েদের সঙ্গে আরও কেউ জড়িত কি না সেজন্য ব্যাপক অনুসন্ধান চালিয়েছে। এমনকি কর্মকর্তারা বাংলাদেশে আকায়েদের আত্মীয়-স্বজনের ব্যাপারেও খোঁজখবর নেন। কারও সম্পৃক্ততা উদঘাটিত হয়েছে কি না সেটি এখনো প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, আকায়েদ পারিবারিক কোটায় ২০১১ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। এরপর ট্যাক্সি লাইসেন্স করেন এবং পাশাপাশি ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরের সহযোগী হিসেবে কাজ করতেন। সেখানেই ওই পাইপ বোমা তৈরি করেন বলে তদন্ত কর্মকর্তারা জেনেছেন।
শিরোনাম
- পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
- জুভেন্টাসের বিপক্ষে ৭৩ বছরের প্রতীক্ষিত জয় কোমোর
- বান্দরবানে বিজিবির অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- ধারাবাহিক আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কোর কমিটি
- ভোটের মাধ্যমে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে: ফয়জুল করীম
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
- কুমারখালীতে পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ান, উদ্ধারে ডুবুরি দল
- খাবারের সন্ধানে এসে প্রাণ হারাচ্ছে অতিথি পাখি
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট
- সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন
- জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
- বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি
- জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
- নাতীর বিরুদ্ধে নানীকে খুনের অভিযোগ
- বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত
- আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
- সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
- সাবেক এমপি কবিরুল হকের জামিন নামঞ্জুর