বিশ্বখ্যাত টাইমস স্কয়ার-সাবওয়েতে পাইপ বোমার বিস্ফোরণ ঘটিয়ে বহু মানুষকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে বাংলাদেশি আকায়েদ উল্লার (৩১) যাবজ্জীবন কারাদন্ড দিলেন ম্যানহাটানের ফেডারেল জজ। গতকাল এ রায় প্রদান করা হয়। আইসিসের মদদপুষ্ট হয়ে যুক্তরাষ্ট্রে ধ্বংসযজ্ঞ চালানোর অভিপ্রায়ে নিজ হাতে তৈরি পাইপ বোমা শরীরে বেঁধে টাইমস স্কোয়ার হয়ে হেঁটে পোর্ট অথরিটি বাস টার্মিনাল অতিক্রমকালে ভিড়ের মধ্যে সেটি বিস্ফোরিত হয় ২০১৭ সালের ডিসেম্বরে। ফলে আকায়েদের ষড়যন্ত্র অনুযায়ী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব না হলেও তিনি নিজে আহত হন এবং সঙ্গে পথচারীদের কয়েকজনও আহত হন। নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বসবাসরত সন্দ্বীপের সন্তান আকায়েদ এই হামলার উদ্দেশ্যে গৃহত্যাগের আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, ‘ট্রাম্প, তুমি তোমার দেশকে রক্ষায় ব্যর্থ হচ্ছো’। ফেডারেল কোর্টে আকায়েদ উল্লা দোষী সাব্যস্ত হন ২০১৮ সালের নভেম্বরে। এরপর তিনি ক্ষমাভিক্ষা করেছিলেন। কিন্তু সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার পর জজ রিচার্ড জে সুলিভান আকায়েদকে যাবজ্জীবন কারাদন্ডের রায় দিলেন। উল্লেখ্য, অকুস্থল থেকে আহত অবস্থায় গ্রেফতারের পর থেকেই আকায়েদ কারাগারে রয়েছেন। এই মামলার তদন্ত কর্মকর্তারা আকায়েদের সঙ্গে আরও কেউ জড়িত কি না সেজন্য ব্যাপক অনুসন্ধান চালিয়েছে। এমনকি কর্মকর্তারা বাংলাদেশে আকায়েদের আত্মীয়-স্বজনের ব্যাপারেও খোঁজখবর নেন। কারও সম্পৃক্ততা উদঘাটিত হয়েছে কি না সেটি এখনো প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, আকায়েদ পারিবারিক কোটায় ২০১১ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। এরপর ট্যাক্সি লাইসেন্স করেন এবং পাশাপাশি ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরের সহযোগী হিসেবে কাজ করতেন। সেখানেই ওই পাইপ বোমা তৈরি করেন বলে তদন্ত কর্মকর্তারা জেনেছেন।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা