রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

শিশুদের জন্য শত পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে শত পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে শত শিশুর মাঝে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। এ সময় ভার্চুয়ালে যোগ দেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা এমপি, খন্দকার বজলুল হক, দেলোয়ার হোসেন প্রমুখ। 

চার ধাপে বিভিন্ন শ্রেণির ১০০ শিশুর মাঝে ‘ক’ শাখার জন্য একটি করে কমিক বুক, গ্লোব, বঙ্গবন্ধুর অবয়ব ক্রিস্টাল, তিন প্যাকেট রং, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত সার্টিফিকেট, টবসহ গাছ ও প্রথম স্থান অর্জনকারীদের জন্য বঙ্গবন্ধু ভাস্কর্য দেওয়া হয়েছে। এ ছাড়া খ-গ-ঘ শাখার শিশুদের প্রতিটি প্যাকেটে যুক্ত হয়েছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, একাত্তরের সহযোদ্ধা, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চিন, শত বর্ষে বঙ্গবন্ধুর বই।

সর্বশেষ খবর