বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

চমেক টিকার এন্ট্রি না দেওয়ায় দুর্ভোগে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) করোনার টিকার অনলাইন এন্ট্রি না দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এর মধ্যে আছে কারও প্রথম ডোজ এবং কারও দ্বিতীয় ডোজের এন্ট্রি। অনলাইন এন্ট্রি না দেওয়ায় শিক্ষার্থীরা সুরক্ষা অ্যাপস থেকে সার্টিফিকেটও ডাউনলোড করতে পারছেন না। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের আন্তরিক উদ্যোগে শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করা হয়। কিন্তু দায়িত্বরতদের অবহেলার কারণে শিক্ষার্থীদের টিকার ফরমটি স্ক্যান না করায় সেটি অনলাইনে এন্ট্রি হচ্ছে না। অনলাইনে ডাটা এন্ট্রি না হলে সুরক্ষা অ্যাপ থেকে সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে না। ফলে ভুক্তভোগীরা পরবর্তী ডোজ কিংবা সনদ তুলতে পারছেন না। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শাহেনা আকতার বলেন, অনলাইনে ডাটা এন্ট্রি না হওয়ার বিষয়টা আমরা অবগত। হয়তো কাজের চাপে কিছু ডাটা এন্ট্রি হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।     

প্রসঙ্গত, গত বছরের ৭ ফেব্রুয়ারি দেশে জাতীয়ভাবে টিকাদান কার্যক্রম শুরু হয়। ২০২১ সালের ১৯ জুন দ্বিতীয় পর্যায়ে মেডিকেল শিক্ষার্থীদের গণটিকাদান শুরু হয়। চমেকের মাইক্রোবায়োলজি বিভাগের দুটি কক্ষে শিক্ষার্থীদের চীনের সিনোফার্ম টিকা দেওয়া হয়। মেডিকেল শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের পরিচয়পত্র এবং জাতীয় পরিচয়পত্র দেখিয়ে এই টিকা দিয়েছিলেন। এর আগে অবশ্য কলেজে নাম নিবন্ধন করতে হয়েছে। কিন্তু এখন ডাটা এন্ট্রি না হওয়ায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।

 

সর্বশেষ খবর