গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু ১৯৭৩ সালে হাসপাতালের জন্য সাভারে প্রায় ৩১ একর ভূমি দখল করিয়ে দেন। গণস্বাস্থ্য কেন্দ্র তার সরকার ধার্য মূল্য পরিশোধ করে। ডা. চৌধুরী বাংলাদেশ প্রতিদিনে ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত ‘হাসপাতালে জাফরুল্লাহর রাজনৈতিক সভায় বিস্ময়’ শীর্ষক সংবাদের প্রতিবাদে ও ব্যাখ্যায় এ কথা জানান। তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে আমাদের হাসপাতালের নাম ছিল ‘বাংলাদেশ ফিল্ড হাসপাতাল’। যুদ্ধপরবর্তীকালে ‘গণস্বাস্থ্য ও পুনর্বাসন কেন্দ্র’ নামটি বঙ্গবন্ধু স্থির করে দেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ধানমন্ডি ৬ নম্বর রোডে ১৯৮৩ সালে ২১ কাঠা জমি কিনেছে গণস্বাস্থ্য কেন্দ্র। পরে এ জমিতে ‘গণস্বাস্থ্য নগর হাসপাতাল’ করা হয় নিজেদের টাকায়। এ হাসপাতালে অডিটোরিয়াম নেই- একজন সাবেক উপাচার্যের দেওয়া এমন তথ্যের প্রতিবাদে তিনি বলেন, এ হাসপাতালে রয়েছে মেজর এ টি এম হায়দার বীরউত্তম মিলনায়তন। তা ছাড়া ভাষাসৈনিক ডা. আহমদ রফিক মিলনায়তন ও অধ্যাপক এস আই এম জি মান্নান মিলনায়তন এবং সাভারে প্রথম জমিদাতা অধ্যাপক মাহমুদুর রহমান এফআরসিপির মা জহুরা রহমানের নামেও একটি মিলনায়তন আছে। মুক্তিযোদ্ধা টিপুর অভিযোগ খণ্ডন করে ডা. জাফরুল্লাহ বলেন, ১৯৭৮-১৯৮০ সালে আমি ‘জয় বাংলা’ স্লোগান বন্ধ করে দিয়েছি এটা জঘন্য মিথ্যাচার। আমি সব সময় জয় বাংলাকে জাতীয় স্লোগান করার পক্ষে বক্তব্য দিয়েছি। জয় বাংলা কেবল আওয়ামী লীগের স্লোগান হতে পারে না। সম্প্রতি সরকার আমার বক্তব্যের যৌক্তিকতা উপলব্ধি করেছে। এজন্য সরকারকে ধন্যবাদ।