শনিবার, ২৮ মে, ২০২২ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি সাংবাদিক ও সমাজকর্মীরা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বেশ কয়েকজন বাংলাদেশি সাংবাদিক, মুক্তচিন্তার লেখক ও সমাজকর্মী ‘দ্য প্রেসিডেন্টস ভলান্টিয়ার্স সার্ভিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন। গত ২২ মে ভার্জিনিয়ার আর্লিংটন সেন্ট্রাল লাইব্রেরি অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড বিতরণ করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- ভয়েস অব আমেরিকার ইকবাল বাহার চৌধুরী, মাসুমা খাতুন, সরকার কবিরুদ্দিন, রোকেয়া হায়দার এবং আনিস আহমেদ। ওয়াশিংটন মেট্রো এলাকার স্বনামধন্য সমাজ-সংগঠক ওয়াহেদ হোসেইনী, মুক্তচিন্তার লেখক-সমাজকর্মী শারমিন আহমদ রিপি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শামীম চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক অ্যান্থনি পিউস গোমেজ, রোজমেরী মিতু গনসালভেস, শম্পা বণিক এবং অনিকা রহমান। সামাজিক ক্ষেত্রে প্রশংসনীয় অবদানের জন্য তাঁদের এই সম্মানে ভূষিত করা হয়।

পদক ও সার্টিফিকেটের সঙ্গে সম্মাননাপ্রাপ্তরা তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের স্বাক্ষর করা প্রশংসাপত্র গ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানের হোস্ট ছিল ‘উদীয়ন ফাউন্ডেশন’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেয়ারফ্যাক্স কাউন্টির চেয়ার জেফরী ম্যাককে। বিশেষ অতিথি ছিলেন ফেয়ারফ্যাক্স কাউন্টি স্কুল বোর্ডের ভাইস চেয়ার রচনা সিজমোর হেইজার এবং ডেমোক্র্যাটিক এশিয়ান আমেরিকানস অব ভার্জিনিয়ার সাবেক চেয়ার ডুয়িটা সোহ্যারজোনো।

 

সর্বশেষ খবর