শুক্রবার, ১৭ জুন, ২০২২ ০০:০০ টা

আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে পরিবেশের এ দুর্দশা হতো না : বন ও পরিবেশ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে পরিবেশের এ দুর্দশা দেখতে হতো না। খাল, বিল, নালা দখল ও দূষিত হতো না। দেশ স্বাধীনের পরই বঙ্গবন্ধু পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। এখন আইন করেও পলিথিন বন্ধ করা যাচ্ছে না। গাড়ির হর্ন বন্ধ হচ্ছে না। এতে আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। পরিবেশ অধিদফতর মিলনায়তনে গতকাল বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা, ২০২২-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের ফেলো ও সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. হুমায়ুন কবীর।

সর্বশেষ খবর