বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

নেপালের জলবিদ্যুৎ আমদানির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়ে আছে বলে জানিয়েছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকশনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, সৌর বিদ্যুতের জন্য বিদ্যুতের মূল্য ও জমির পরিমাণ অন্যতম প্রধান প্রতিবন্ধক। আমরা গ্রিড আধুনিকায়নের কাজ করছি। জ্বালানির চ্যালেঞ্জ মোকাবিলায় হাইড্রোজেনসহ নতুন নতুন উৎস ও আধুনিক প্রযুক্তির উপর গুরুত্ব দিতে হবে। এ সময় ক্লাইমেট চেঞ্জ, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক পাওয়ার শেয়ারিং, বিদ্যুৎ আমদানি, পারমাণবিক বিদ্যুৎ. নবায়নযোগ্য জ্বালানি, সোলার হোম সিস্টেম, স্মার্ট গ্রিড, প্রাথমিক জ্বালানি, ইলেট্রিক ভেহিক্যাল বিষয়ে আলোচনা হয়।

সর্বশেষ খবর