মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

টেকনাফে আট গ্রামবাসীকে অপহরণ মুক্তিপণ দাবি

অভিযোগ রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে শিক্ষার্থীসহ আট গ্রামবাসীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। টেকনাফ উপজেলার বাহারছড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের উদ্ধৃতি দিয়ে টেকনাফ থানা পুলিশ জানায়, রবিবার বিকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের আট/নয়জন বাসিন্দা পার্শ¦বর্তী পাহাড়ি এলাকায় খালে মাছ শিকার করতে যায়। সন্ধ্যায় একদল রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রের মুখে তাদের অপহরণ করে পাহাড়ের গহিনে নিয়ে যায়। রাতেই সন্ত্রাসীরা ভুক্তভোগী পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। অপহৃতদের কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- জাহাজপুরা গ্রামের রশিদ আহমেদের ছেলে কক্সবাজার সরকারি কলেজ ছাত্র আবছার উদ্দিন (২৪), ছৈয়দ আমিরের ছেলে নুরুল মোস্তাফা, নুরুল হক, করিম উল্লাহ। স্থানীয়রা বলছেন, পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের অপহরণ করেছে।

 

গ্রামবাসীদের অভিযোগ, টেকনাফের বিভিন্ন এলাকা থেকে সম্প্রতি বেশ কয়েকজন বাসিন্দা রোহিঙ্গা সন্ত্রাসী চক্রের হাতে জিম্মি হয়ে লাখ লাখ টাকা মুক্তিপণ দিয়েছেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান,  পুলিশের একটি টিম তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। 

সর্বশেষ খবর