বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ইনসাবের ১২ দফা বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) নেতৃবৃন্দ আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দ করে নির্মাণ শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা, পেনশন স্কিম, রেশনিং ব্যবস্থা চালু, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে কমপক্ষে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানসহ ১২ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ইনসাবের দাবি দিবস উপলক্ষে এক সমাবেশে সংগঠনের নেতারা এ দাবি জানান। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ইনসাব সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, ইনসাবের কেন্দ্রীয় নেতা মিনহাজ উদ্দিন সেলিম, মিজানুর রহমান বাবুল, সাইফুল ইসলাম খোকন, আলী হোসেন, গোলাম রব্বানী, আজিজুর রহমান আজিজ, শরিফ মিয়া, আমান উল্লাহ আমান, সোহরাব হোসেন, হুমায়ুন কবির রেজাসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ অপ্রাতিষ্ঠানিক শিল্প খাত হলো নির্মাণ খাত। এ খাতে দেশে প্রায় ৩৫ লাখের ওপরে শ্রমিক কাজ করছে। প্রবাসী শ্রমিক হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশেও রয়েছে আমাদের দেশের সমপরিমাণ নির্মাণ শ্রমিক। আধুনিক নাগরিক সভ্যতা বিনির্মাণের মূল কারিগর নির্মাণ শ্রমিক। দেশের দালানকোঠা, ব্রিজ-কালভার্টসহ সব নান্দনিক সৌন্দর্য ও অবকাঠামো নির্মাণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন নির্মাণ শ্রমিকরা।

নেতৃবৃন্দ সারা দেশে নির্মাণ শ্রমিকদের জন্য বাসস্থান, কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের বোর্ডসভা প্রতি মাসে একবার অনুষ্ঠান, পেনশন স্কিম চালু, রেশনিং ব্যবস্থা, সব নির্মাণাধীন ভবনে কর্মরত শ্রমিকদের হাজিরা খাতা, ন্যূনতম মজুরি সম্মানজনকভাবে বৃদ্ধির দাবি জানান।

সর্বশেষ খবর